কোর্স নেইম- Expert as a Trader (master Class)
ট্রেইনার- এম তালুকদার (ম্যানেজিং ডিরেক্টর, ডিসিশন মেকার)
পর্যালোচনা/OVERVIEW
এই কোর্সে দুইটি থিওরির বিগিনার থেকে প্রফেশনাল হওয়ার জন্য যা দরকার তার সব কিছুই সুন্দর ও স্পষ্ট ভাবে বুঝানো হবে। বিনিয়োগকারীরা সাধারণত কোন স্টক কেন বাই করেছে এবং কেনই বা বিক্রি করছেন তার সঠিক কারণ জানেন না। এখানে কখন কোথায় কি কারণে একটি শেয়ার ক্রয় করা উচিৎ এবং কি কারণে বিক্রি করা উচিৎ তার ব্যাখ্যা দেওয়া হবে। ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং এর ভিতর অনেক পার্থক্য আছে যা এখানে বুঝানো হবে এবং তা বুঝার পর একজন পরিপক্ষ ট্রেডার হিসাবে নিজেকে গড়ে তুলতে উৎসাহিত করবে এবং নিজের কষ্টের উপার্জিত টাকার ইনভেস্টমেন্ট সেই ভাবে পরিচালিত করা যাবে। আমাদের দেখা মতে অনেকেই আছেন যারা এনালাইসিস শিখেছেন ঠিকই কিন্তু তারপরেও কোথায় যেন ভুলের কারণে ভাল করতে পারছেন না, তার সমাধান দেওয়া হবে।
রিকুয়ারমেন্ট- টেকনিক্যাল এনালাইসিসের বেসিক জানা থাকতে হবে অবশ্যই। কারণ এইটা এডভান্স লেভেলের কোর্স। বেসিকের পাশাপাশি এলিয়ট ওয়েভ বা অন্যান্য এডভান্স লেভেলের থিউরি জানা থাকলে খুবই ভাল, তবে না থাকলেও চলবে।
কোর্সটি কাদের জন্য?
বিনিয়োগকারীদের কিছু কমন প্রশ্ন, যা সব সময় আমার কাছে করে থাকে:
- আমি স্টক কিনলেই তার দাম পড়ে যায়, আবার আমি স্টক সেল দিলেই তার দাম বেড়ে যায়।
- সবার আইটেম বাড়ে, শুধু আমারটাই বাড়ে না।
- ঢাকা স্টক এক্সচেঞ্জে টেকনিক্যাল এনালাইসিস কাজ করে না ।
- বাই করতে পারি, স্টক প্রফিটেও যায় কিন্তু সঠিক সময়ে সেল দিতে না পারায় আবার লস হয়।
- বাই সেল এর ডিসিশন নিতে সমস্যা হয়, এর সমাধান কি?
এই রকম অনেক প্রশ্নের সমাধান আছে আমার করানো Expert as a Trader (Master Class) ট্রেনিং এ।
আপনি টেকনিকাল এনালাইসিস এর বেসিক জানেন বা এডভান্স লেভেলের অনেক কিছুই জানেন কিন্তু তারপরও ভালো ফলাফল পাচ্ছেন না, তাহলে আপনার জন্য এই ট্রেনিংটি একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং।
এই ট্রেনিং যাদের জন্য:
- যারা এনালাইসিসকে একদম সিম্পল করতে চান এবং দুনিয়ার ইন্ডিকেটর থেকে বের হয়ে আসতে চান
- যারা শুধু মাত্র চার্ট দেখে এনালাইসিস করতে চান, জিলাপির প্যাচ লাগাতে চান না।
- যারা নির্দিষ্ট রুলসের মধ্যে থেকে শেয়ার বাজারে ট্রেডিং করতে চান।
- যারা মামা চাচার নিউজ বা রিউমার ব্যতিত সেলফ ডিপেন্ডেড ভাবে শেয়ার বাজারে ট্রেডিং করতে চান
- যারা বাজার নিয়ে অহেতুক টেনশন করতে চান না।
- যারা শেয়ার বাজার থেকে ক্যাল্কুলেটিভ লস করে ম্যাজিক্যাল প্রফিট করতে চান ।
আপনি এনালাইসিস শিখেছেন ঠিকই কিন্তু তারপরেও কোথায় যেন কিছু ভুলের কারণে ভাল করতে পারছেন না, তার সমাধান দেওয়া হবে এই ট্রেনিং এ।
এই ট্রেনিংটি কেন করবেন ও সম্পূর্ণ করার পর আপনাকে কি কি বিষয়ে সহায়তা করবে
Expert as a Trader (Master Class) ট্রেনিং এ দুইটি থিওরির বিগিনার থেকে প্রফেশনাল হওয়ার জন্য যা দরকার তার সব কিছুই সুন্দর ও স্পষ্ট ভাবে বুঝানো হবে। এই ট্রেনিংটি সম্পূর্ণ করার পর আপনাকে যা করতে হবে তা হলো শুধু প্র্যাকটিস।
এই ট্রেনিং আপনাকে সহায়তা করবে:
- মার্কেট সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারবেন।
- সিম্পল উপায়ে এনালাইসিস করতে পারবেন।
- সবধরনের ইন্ডিকেটর থেকে বের হয়ে আসতে পারবেন।
- টেকনিক্যাল এলাইসিসকে জটিল মনে হবে না। এইটাকে একদম সিম্পল মনে হবে। এনালাইসিসে আর জিলাপির মত প্যাঁচ লাগবে না।
- আপনার ট্রেডিং এর জন্যে নির্দিষ্ট রুলস থাকবে। আপনার কাজ শুধু রুলস ফলো করা।
- নিউজ বা রিউমার থেকে বের হয়ে আসতে পারবেন। কারো উপর নির্ভর করতে হবে না।
- ক্যাল্কুলেটিভ লস করে ম্যাজিক্যাল প্রফিট করতে পারবেন।
- কোন স্টকের এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্ট নির্ধারণ করতে পারবেন।
- পুঁজি নিরাপত্তার হাতিয়ার স্টপলস পয়েন্ট নির্ধারণ করতে পারবেন এবং তা সঠিক সময়ে নিতে পারবেন
- আপনার মনে হবে শেয়ার বাজার থেকে টাকা উপার্জন করা সব চেয়ে সহজ কাজ।
পাঠ্যসূচি
ডে ১)
সেশন ১) টাইম ২ঘন্টা
- Lesson 1 – মাইন্ড সেট- শেয়ার বাজারে আমরা যারাই ট্রেড করি তাদের প্রথম ও প্রধান সমস্যা হচ্ছে মাইন্ড সেটাপে, যা এই ট্রেনিং আপনাকে প্রফেশনাল লেভেলের মাইন্ড সেট করতে সহযোগীতা করবে।
- Lesson 2 – শেয়ার বাজারে আমার (ডিএম) তৈরি করা বেসিক রুলস।
- Lesson 3 – বেসিক রুল সেট – প্রতিটা বিজনেস এ যেমন নিজস্ব কিছু পলিসি দরকার হয় তেমনি ভাবে অন্যান্য বিজনেস এর মতই এই মার্কেটে নিজস্ব কিছু Rules তৈরি করতে হয়, যা আমি ট্রেনিং এ অংশগ্রহণকারীদের করে দিবো।
- Lesson 4 – খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। একদম সহজ ও সিম্পল ভাবে ফান্ড মেনেজমেন্ট শিখিয়ে দিবো যা আপনাদের প্রচুর সমস্যার সমাধান করে দিবে।
- Lesson 5 – বাঁচতে হলে খাবার খেতে হয়, খাবার জোগাড় করতে হয়, তেমনি ভাবে শেয়ার বাজারে ব্যবসা করতে হলে টাকার দরকার হয়, আর সেই টাকা রক্ষা করার একমাত্র হাতিয়ার হলো Stop loss। এই ট্রেনিং এ আমি শিখিয়ে দিবো স্টপ লস কত প্রকার ও কি কি, কোন টাইপ স্টপ লসে কি কি সুবিধা ও অসুবিধা আছে, কোন Stop loss টি প্রফেশনাল ট্রেডারা নেয় এবং কিভাবে নিতে হয়।
টি ব্রেক
সেশন ২) টাইম ২ঘন্টা
- Lesson 6 – বিলিয়নিয়ার থিওরি- বক্স ট্রেডিং
- থিউরি ফান্ডামেন্টাল-ট্রেনিং এর এই সেশন এ আপনাদের বিলিয়নিয়ার থিওরি- বক্স ট্রেডিং এর ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করবো। এটি মুলত বই How I made $2 million in the stock market যার বাংলা ভার্সন “শেয়ার বাজার থেকে যে ভাবে বিলিয়নিয়ার হলাম” থেকে নেওয়া। বক্স থিওরী এর শুরু থেকে শেষ পযর্ন্ত ও কখন কোথায় এই থিওরী ব্যবহার করতে হবে তা আলোচনা করা হবে।
- লাইভ চার্ট উদাহরণ-ঢাকা স্টক একচেঞ্জ এর স্টকগুলোর লাইভ চার্ট এর মাধ্যমে থিওরী এর কাযর্কারীতা দেখানো হবে।
- এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্ট-শেয়ার বাজারের প্রতিটা বিনিয়োগকারীরাই জানতে চান কোথায় কিনবো ও কোথায় বিক্রি করবো, কিন্তু এইটা শিখতে গিয়ে সঠিক দিকনির্দেশনা না পাওয়ার কারনে বিপদ ডেকে আনেন। এখানে সঠিক সময়ে কোন স্টকের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট বের করার পদ্ধতি ও এর কারণগুলো আমি আপনাদের শিখিয়ে দিবো।
- এভারেজ পলিসি-স্টকের কখন কোথায় এভারেজ করতে হবে তার টেকনিক আলোচনা করা হবে
- রিক্স রেশিও-বিনিয়োগকারীগণ কোন স্টকের রিক্স ক্যালকুলেশন না করেই সবসময় প্রফিট এর জন্য ব্যস্ত হয়ে পড়েন। এই অংশে স্টকের রিক্স রেশিও আলোচনা করা হবে যাতে আপনারা সহজেই বুঝতে পারবেন ইহা আমাদের মার্কেট এর জন্য কত গুরুত্বপূর্ণ।
- গ্যাম্বলার, বিগিনার ও এক্সপার্ট ট্রেডিং পলিসি-আলোচনার এই অংশে কিভাবে গ্যাম্বলাররা বিনিয়োগ করে, বিগেইনারদের বিনিয়োগের কৌশল এবং যারা এই এক্সপার্ট ট্রেনিং করবে তারা কিভাবে ট্রেডিং করবে তা দেখানো হবে।
- সাইড ইফেক্ট-এই থিওরী ব্যবহারের সুবিধা অসুবিধা নিয়ে খোলামেলা আলোচনা।
ডে ২)
সেশন ৩) টাইম ১ ঘন্টা
- Lesson 7– এই ট্রেনিংটি একজন ইন্ডিভিজুয়াল ট্রেডারের জন্য কমপ্লিট কোর্স, যেখানে শেয়ার বাজারের অনেক টুলস এর সাইড ইফেক্ট নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু কোর্সটা এডভান্স লেভেলের সেইজন্য Trend, Support and Resistance, Elliott Wave, Harmonic patterns সম্পর্কে বেসিক ধারনা থাকাটা বাধ্যতামূলক। তারপরেও এইগুলোর প্রয়োজনীয় অংশগুলো আলোচনা করে থাকি।
• Trend
• Support and Resistance
• Elliott wave
• Harmonic patterns
• Candlestick side effects
• Indicators side effects
• Volume
উপরের জিনিসগুলো জানা সত্ত্বেও অতীতে যতগুলো ব্যাচ করিয়েছি তাদের ম্যাক্সিমামই বলে গেছেন যে, তারা নতুন করে কিছু শিখেছেন। উনাদের জানার মধ্যে কিছু ভুল কিছু শুদ্ধ ছিলো।
প্রথম দুই সেশনের ১ সপ্তাহ প্র্যাকটিসের পর স্টুডেন্টদের যে ধরনের সমস্যা বা প্রশ্ন জন্ম নিবে সেই সকল প্রশ্নের উত্তর উইথ উদাহরণ।
টি ব্রেক
সেশন ৪) টাইম ৩ ঘন্টা
- Lesson 8) দ থিউরি- টেকনিক্যাল এনালাইসিস এক প্রকার আর্ট, এক এক জনের কাছে তার ফলাফল এক এক রকম হবে। আমাদের মার্কেট খুব বেশি ভোলাটাইল। এই মার্কেট এ টিকে থাকতে হলে দরকার সুনির্দিষ্ট টেকনিক। Expert as a Trader (Master Class) ট্রেনিং এর এই অংশে কথা বলবো: দ থিউরি নিয়ে। (অনেকেই DOW মনে করবেন কিন্তু এইটা DOW না দ (dho) থিউরি) এই দ থিউরি সম্পূর্ণ এম তালুকদার ডিএম এর নিজস্ব থিউরি। যা আমাদের কাছে ছাড়া কোথাও সার্চ করেও পাবেন না। এটি অনেকগুলো থিউরির কম্বিনেশনে তৈরি করা।
- থিউরিটির ফান্ডামেন্টাল- প্রথমে থিউরিটির ফান্ডামেন্টাল নিয়ে বিশদ আলোচনা। কেনো এবং কিভাবে এই থিওরি আমার মাথায় আসলো। এর কার্যকারিতা কেমন তা আপনাদের দেখিয়ে দিবো ।
- লাইভ চার্ট উদাহরণ- স্টক মার্কেট এর চার্ট দিয়ে বুঝানো হবে এইটার ব্যবহার। যেহেতু এইটা একটা স্পেশাল টেকনিক তাই আপনাদের উদাহরণ দিয়ে দেখানো হবে কেনো এই থিওরি কার্যকর।
- এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্ট – দ থিওরি ব্যবহার করে একটা স্টক কখন এবং কোথায় এন্ট্রি এবং এক্সিট হবে তার বিস্তারিত আলোচনা করা হবে।
- রিক্স রেশিও: এই থিওরি ব্যবহারের রিস্ক রেশিও দেখানো হবে।
- সাইড ইফেক্টঃ এই থিওরি এর সাইড ইফেক্ট গুলা আলোচনা করা হবে।
সেশন হবে ৬টি। যার মধ্যে চারটা সেশন হবে শুক্র ও শনিবারে। পরের দুইটা সেশন হবে সপ্তাহ পর পর অনলাইনে। যেহেতু প্রথম দিনের ক্লাসের পর ২য় দিনের ক্লাসের পূর্বে প্র্যাকটিস করার সুযোগ থাকছে না তাই দুই দিনে চারটা সেশন শেষ হওয়ার পর এক সপ্তাহ প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়ার চিন্তা ভাবনা থেকেই অনলাইনে দুইটা সেশন বাড়ানো হয়েছে।
সেশন ৫) বিলিয়নিয়ার থিওরি- বক্স ট্রেডিং নিয়ে অংশগ্রহনকারীদের যত প্রশ্ন ও সমস্যা তৈরি হবে তার উত্তর সমাধান দেওয়া হবে।
সেশন ৬) দ থিউরি নিয়ে অংশগ্রহনকারীদের যত প্রশ্ন ও সমস্যা তৈরি হবে তার উত্তর সমাধান দেওয়া হবে।
স্টুডেন্টরা পাবেন-
- নোট বুক ও কলম
- লেকচার শিট
- ট্রেনিং শেষে Expert as a Trader (Master Class) ফেসবুক গ্রুপে এক্সেস দেওয়া হবে, সেখানে ট্রেনিং পরবর্তীতে ট্রেনিং সংক্রান্ত সকল প্রকার সাপোর্ট দেওয়া হবে। যারা ট্রেনিং করবেন তাদেরকে ফলোআপ করা হবে গ্রুপ থেকে।
ট্রেনিং টাইম/শিডিউল
- টোটাল টাইম- ১২ঘন্টা
- সেশন ৬টি।
- শুক্র ও শনিবারে মিলিয়ে ৪ টি সেশন করা হবে। বাকি দুই সেশন টাইম শিডিউল ট্রেনিং চলাকালীন সময়ে নির্ধারণ করা হবে।
- লোকেশন- Dhaka- Halima villa, 105/3 free school street, Green Rd, Dhaka 1205
ডেট এন্ড টাইম- ১৬-১২-২০২২ ও ১৭-১২-২০২২ তারিখ বিকাল ৩:৩০ মিনিট থেকে শুরু
লোকেশন- Chittagong- KM tower, 4th floor, Opposite of Agrabad Hotel, C/A, Chittagong
ডেট এন্ড টাইম- ২৩-১২-২০২২ ও ২৪-১২-২০২২ তারিখ বিকাল ৩:৩০ মিনিট থেকে শুরু - ক্লাস টাইম বিকাল ৩.৩০ থেকে শুরু রাত ৮টায় শেষ।
এই নাম্বারে ০১৩২৪২৪১৬৮৮ যোগাযোগ করে রেজিস্ট্রেশন করুন।
কোর্স ফি- ১৮০০০ টাকা।
তাছাড়া ২৭%+ ডিস্কাউন্ট পাবেন আমাদের বিওসের সদস্য যাদের ৫ লাখ টাকার উপর ডিপোজিট আছে। সহজ হিসাবে ১৮০০০ টাকার ট্রেনিং করতে পারবেন ১৩০০০ টাকা দিয়ে।
এডিশনাল ১০% ডিস্কাউন্ট পাবেন যারা ২৫-১১-২০২২ তারিখের ভিতর ফুল পেমেন্ট করে রেজিস্ট্রেশন করবেন।
আসন সংখ্যা খুবই সীমিত।
ট্রেনিং সম্পর্কে ট্রেইনারের মন্তব্য-
সব কথার শেষ কথা- এত বছর মাছ ধরে দিয়েছি, আর এখন মাছ ধরা শিখাবো ( বুঝানোর জন্য মাছ শব্দটা ব্যবহার করেছি, শেয়ার ব্যবসা আর মাছের ব্যবসা এক না)। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যা অর্জন করেছি তা একদম ঢেলে দিবো ইনশাআল্লাহ্। জীবনে অনেক টেকনিক্যাল এনালাইসিসের কোর্স করেছেন কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্সটি করার পর মনে হবে কেন ডিএম ভাই এইটা আরো আগে চালু করলেন না। তাহলে জীবনে শিখার জন্য এত এত কষ্ট করা লাগতো না। এবং এই কোর্সটি করার পর পড়া ও প্র্যাক্টিস করা ছাড়া আর কিছুই করা লাগবে না ট্রেডিং লাইফে ইনশাআল্লাহ্। একজন ইন্ডিভিজুয়াল প্রেফেশনাল ট্রেডার হওয়ার জন্য এটাই হচ্ছে বর্তমানে বেস্ট ট্রেনিং। গোয়ালের দুধ গোয়াল কখনো খারাপ বলে না, সেজন্য এই কথাকে তেমন মনে হতেই পারে। কিন্তু আমি এখানে গ্যারান্টি দিচ্ছি নট ওয়ারেন্টি, যদি ট্রেনিং করার সময় আপনি বোরিং ফিল করেন কিংবা ট্রেনিং শেষে মনে হয় কিছুই শিখতে পারলাম না, তাহলে আপনার দেওয়া ফি ১০০% রিফান্ড করে দেওয়া হবে। এই ট্রেনিংটি ম্যাক্সিমাম আলোচনা আমার অভিজ্ঞতা থেকে নেওয়া এবং যা আমি আমার বিজনেস পলিসিতে সব সময় ব্যবহার করি, মানি বা মেনে চলার চেষ্টা করি তাই শিখানো হয়।
-এম তালুকদার
✔️ ১০০% ক্যাশব্যাক অফার!
কোর্স সম্পন্ন করার পর যদি মনে করেন কোর্সটি থেকে আপনি উপকৃত হননি, সেক্ষেত্রে আমাদের WhatsApp নাম্বারে (+8801324241688) যোগাযোগ করলে রয়েছে ১০০% রিফান্ডের সুযোগ!
knamin2020 –
ডিএম ভাই ধন্যবাদ..
Expert as a Trader (master Class) training আয়োজনের জন্য..
সোজাসুজি কথা বলার মানুষ দেখলাম খুব কাছে থেকে…
– টেকনিক্যাল জানতে হলে ট্রেনিং ও প্রেকটিসের বিকল্প নেই..
– নিউজকে ভুলে যাই.. ডিপেন্ডেড ভাবে শেয়ার বাজারে ট্রেডিং করি…
ধন্যবাদ